বাংলাদেশ খবর ডেস্ক,
মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্ট। একে বলা হচ্ছে– ১০০ বলের ক্রিকেট। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। করোনার কারণে পিছিয়ে যাওয়া ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’- এর ধারণা নিয়েই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ময়মনসিংহে।
ম্যাচ প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সারোয়ার হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। প্রথম ১৫ ওভারের প্রতিটি ৬ বলে হবে। পরের ওভার হবে ১০ বলে। মোট ১০০ বলের খেলা হবে। এই টুর্নামেন্ট সফলভাবে করতে পারলে নিয়মিত আয়োজন করার চেষ্টা থাকবে আমাদের। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) আয়োজনে পাঁচ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ২৫ ডিসেম্বর। এতে ৬ দল দুগ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে লড়বে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। বি-গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জাতীয় দল ও অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ইলিয়াস সানি, সাব্বির রহমান, শুভাগত হোম, আরাফাত সানি, মোহাম্মদ আশরাফুল, আকবর আলী, পারভেজ হোসেন ইমন, নাসির হোসাইন, সৈকত আলী, তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়। গ্রুপ পর্বের সব খেলা এমপিএলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আর দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
Leave a Reply