স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়কের গাছ কর্তনে বাধা দেওয়ায় জোহরা বেগম (৬৮) নামক এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিটে আহত করেছে প্রতিবেশী হাইউল দাড়িয়ার ছেলে অন্তর দাড়িয়া (১৭)।
গত বৃহস্পতিবার উপজেলার হিরণ ইউনিয়নের লোহারংক গ্রামে এ ঘটনা ঘটে।
আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ফুরুন্নেহার বাদী হয়ে জেলা প্রশাসক গোপালগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার কোটালীপাড়া এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩৮ নং মাঝবাড়ী মৌজার বিআরএস ১১৩৬ নং খতিয়ানে ১২৭৩ ও ১২৭৪ নং দাগের জমি কয়েক বছর পূর্বে কোটালীপাড়া-টুঙ্গীপাড়া সড়ক নির্মানের স্বার্থে ১ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেয় সরকার। উক্ত সড়ক থেকে বিভিন্ন প্রজাতির কয়েকটি ফলদ গাছ কেটে নেয় এলাকার জুলফিকার দাড়িয়ার ছেলে কাইউম দাড়িয়া, হাইউল দাড়িয়ার স্ত্রী আসমা বেগম সহ কয়েকজনে।
আশ্রাফ মোল্লা, ফতেআলী শেখ, সৈকত দাড়িয়া সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- সুরাত দাড়িয়ার জায়গা সরকার একয়ার করেছে, পাশে তাহার জায়গা রয়েছে, ওই গাছগুলি জায়গা মালিক লাগিয়েছিলো, হাইউল দাড়িয়ার ছেলে অন্তর সহ লোকজনে জায়গার মালিকদের মারপিট করে জোর পূর্বক কেটে নিয়েছে। মাসুদ দাড়িয়া জানান- গাছ গুলি কেটেছে অন্তর দাড়িয়া। সাবেক ইউপি সদস্য সুরাত আলী দাড়িয়া জানান- আমার রেকর্ডীয় জায়গা সরকার রাস্তার জন্য একোয়ার করেছে পাশে আমার আরো জায়গা রয়েছে, কেটে নেওয়া গাছ আমরা রোপন করেছি, প্রাতিপক্ষ জোরপূর্বক কেটে নিয়ে যায়, নিষেধ করলে আমাকে ও আমার স্ত্রী কে মারপিট করে, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তিনি আরো জানান- ঘটনার সময় পান্না চেয়ারম্যান এসে পড়েছিলো। অন্তর দাড়িয়া বলেন- মারপিটের সময় আমার হাতে কুঠার ছিলো, আমি সড়কের গাছ কাটতে গিয়েছিলাম কেটেছি ডাল।
এ বিষয়ে হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি উপস্থিত ছিলাম না, ঘটনা জানতে পেরে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।
Leave a Reply