বাংলাদেশ খবর ডেস্ক,
বঙ্গবন্ধু টি ২০ কাপে থাকছে আকর্ষণীয় প্রাইজমানি।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে না।তবে ক্রিকেটাররা ব্যক্তিগত পুরস্কার পাবেন। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ টাকা করে। রানার্স-আপ দলের প্রত্যেকে পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হবে তিন লাখ টাকা। ফাইনালের ম্যাচসেরার জন্য থাকছে এক লাখ টাকা। ফাইনালের আগে ২৩ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ছিল ৫০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন দুই লাখ টাকা করে। এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য এক লাখ টাকা করে চারটি পুরস্কার দেয়া হবে।
Leave a Reply