বাংলাদেশ খবর ডেস্ক,
করোনা আক্রান্ত ক্রিকেটারের কারণে শেষ পর্যন্ত বাতিল হল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিরিজটি ভবিষ্যতে কোনো এক সময় অনুষ্ঠিত হবে। সিরিজ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে সোমবার ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, করোনার সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তে একমত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতে আমরা উভয়ে আলোচনার মাধ্যমে যে কোনো সময়ে এ সিরিজটি আয়োজন করার চেষ্টা করব।
সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, কুগান্দ্রি গোভেন্ডার বলেছেন, আমরা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেছি। সেজন্যই এখন এমন সিদ্ধান্ত নেয়া। ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচটি দুই দিন পিছিয়ে রোববার আয়োজনের সিদ্ধান্ত হয়। রোববার শেষ মুহূর্তে সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। রোববার পার্লে প্রথম ওয়ানডে শুরুর মাত্র ৩০ মিনিট আগে আসে ম্যাচ বাতিলের ঘোষণা। শুক্রবার কোভিড-১৯ পরীক্ষায় দুই দলের সবার ফল নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ড দলের।
Leave a Reply