সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু ও সাগর কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তারা বলেন, মৌলবাদী গোষ্ঠী কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হুমকি দেয়ার পর এবার ভাস্কর্যে আঘাত-ই করে ফেলেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সমাবেশ থেকে মৌলবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বানও জানান বক্তারা।
Leave a Reply