বাংলাদেশ খবর ডেস্ক,
লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরু থেকেই নানামুখী ঝামেলায় জড়িয়েছেন গল গ্ল্যাডিয়েটর্স দলের অধিনায়ক বুমবুম আফ্রিদি। ফ্লাইট মিস করায় প্রথম ম্যাচ খেলতে পারেননি। এর পর টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ক্যান্ডির পেসার আফগানিস্তানের নাভিন উল হককে একরকম শাসান আফিদ্রি।বিষয়টি নিয়ে এখনও এলপিএল গরম হয়ে আছে। এরই মধ্যে সিরিজের মাঝপথে বুধবার হঠাৎ নিজ দেশে ফিরে গেছেন এই অলরাউন্ডার।
ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন এমনটি জানালেও কতদিন পাকিস্তানে থাকবেন, আবার এলপিএলে ফিরে আসবেন কিনা, এসব বিষয়ে গ্ল্যাডিয়েটর্সের ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে কিছুই জানাননি আফ্রিদি।তবে দলের কর্মকর্তাদের আফ্রিদি জানান, ‘পাকিস্তানে তার কাজ মিটে গেলে ফিরে আসবেন এলপিএলে।’ আফ্রিদি ফিরে এলেও এলপিএলে যোগ দিতে পারবেন কিনা সেই সংশয় রয়ে গেছে। কারণ শ্রীলংকায় ফিরে প্রথম দিনেই মাঠে নামতে পারছেন না আফ্রিদি। করোনার নিয়ম রক্ষায় এবার পুরোপুরি কোয়ারেন্টিন পালন করে মাঠে ফিরতে হবে তাকে।
অর্থাৎ দ্রুত ফিরে এলেও নিদেনপক্ষে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে গল গ্ল্যাডিয়েটর্স অধিনায়ককে। এদিকে আফ্রিদির এই হঠাৎ প্রস্থানে গল গ্ল্যাডিয়েটর্স দলটি ৪র্থবারের মতো অধিনায়ক বদলাতে যাচ্ছে। প্রথমে সরফরাজ আহমেদ, পরে লাসিথ মালিঙ্গা, সর্বশেষ শহীদ আফ্রিদি নেতৃত্ব দিয়েছেন দলটিকে। এবার আফ্রিদির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন দলটির সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো
Leave a Reply