শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম।
তিনি জানান, ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি খারাপ দেখে আমরা পার্শ্ববর্তী আরো দুইটি ইউনিট এনেছি। তারাও আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply