স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের সবে শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। তবে এরই মধ্যে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তৃতীয় দিনে আগামীকাল ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে আইরিশরা।
‘মর্নিং শোজ দ্য ডে’ প্রবাদটা খাটল না। বুধবার (৫ এপ্রিল) ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। আগের দিন শেষ বিকেলে বাংলাদেশ শিবিরে দুই আঘাতের পর এদিন সকালে দলীয় ৬ রান যোগ করতেই আউট হন মুমিনুল। তবে এরপরের গল্পটা কেবল বাংলাদেশের। দারুণ সেঞ্চুরি উপহার দিলেন মুশফিকুর রহিম। তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা জাগালেও তা করতে পারেননি সাকিব আল হাসান। তবে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে করা ফিফটিতে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক। শেষ দিকে লড়াকু ফিফটিতে লিড বাড়ান মেহেদী হাসান মিরাজ।
এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৫৫ রান। শেষ বিকেলে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন সাকিব। সাফল্যও পেলেন হাতেনাতে। দ্বিতীয় বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বেঁচে যান মারে কামিন্স। চতুর্থ বলে জেমস ম্যাকলামের বিরুদ্ধে আবার এলবিডব্লিউর জোরাল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। ব্যাটে খেলতে পারেননি ম্যাককলাম আঘাত হানে প্যাডে। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লাগতো লেগ স্টাম্পে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আইরিশ ওপেনার।
Leave a Reply