বাংলাদেশ খবর ডেস্ক,
করোনা সংক্রমণের কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় মেয়েদের ফুটবল লিগ। পুরুষদের পেশাদার লিগ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নয় মাস ঝুলে থাকা মেয়েদের ফুটবল লিগ শুরু হচ্ছে আজ। প্রথমদিনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস ও এফসি উত্তরবঙ্গ। বসুন্ধরা কিংস পাঁচ ম্যাচে পুরো ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দলের অধিনায়ক সাবিনা খাতুন ১৫ গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন।
এছাড়া নাসরিন একাডেমি এক ম্যাচ কম খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। করোনার মধ্যে সবার আগে অনুশীলনে নেমেছে তারা। দলের কোচ মাহমুদা শরীফা জয় দিয়ে আবারও শুরু করতে চান। তার কথায়, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। তিন সপ্তাহ অনুশীলন করেছি। মেয়েদের ম্যাচ ফিটনেস কতটুকু, তা দেখতে হবে। আশা করছি দল আগের মতোই পারফরম্যান্স করতে পারবে।’