বাংলাদেশ খবর ডেস্ক: বগুড়ায় ট্রাফিক পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে প্রথমবারের মতো যুক্ত হলো বডি ওর্ন ক্যামেরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
জেলার ট্রাফিক বিভাগকে দশটি এ ক্যামেরা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটটি বডি ওর্ন ক্যামেরা প্রাথমিকভাবে সার্জনদের শরীরের সংযুক্ত করেন এসপি। পর্যায়ক্রমে থানা-ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।
এসপি সুদীপ বলেন, তদন্ত নিশ্চিত ও প্রকৃত ঘটনা জানার জন্য ট্রাফিক পুলিশদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। আমাদের বড় লক্ষ্য হলো বগুড়ার যানযট নিরসন করা। এজন্য আমরা প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে।
Leave a Reply