বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া-গাবতলী উপজেলা পীরগাছায় সালমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ শাহিন আলম ও মোঃ সেলিম মিয়ার নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন, সমাজসেবক সহ স্থানীয় এলাকাবাসী।
গত সোমবার (১৩ সেপ্টেম্বর ) দুপুরে গাবতলী উপজেলা পীরগাছা বাজারে সালমা ডায়াগনস্টিক সেন্টারের সামানে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন মোঃ জুলফিকার আলী শ্যামল মেম্বার, মোঃ তোজাম্মেল হক আওয়ামীলীগের ওয়ার্ড সাবেক সভাপতি, মোঃ বাবু মিয়া স্থানীয় আওয়ামিলীগ, মোঃ সুমন ইসলাম যুবলীগ নেতা, মোঃ সাজু মিয়া যুবলীগ, নেতাসহ আরো অনেক সমাজসেবক ও স্থানীয় এলাকাবাসি। তারা ঘাতক নার্স ও সালমা ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার সূত্রে মালিক আটক ঘাতক সাদ্দাম হোসেন সহ হত্যার সহযোগিতা কারিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর ) রাত ৮টার দিকে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সালমা ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তিনি সুস্থ না হলে রাতেই তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কৌশলে বিষাক্ত ইনজেকশন পুশ করেন ঘাতক সাদ্দাম হোসেন। এর ১০ মিনিট পর মারা যান মোঃ সেলিম মিয়া। এদিকে গত ২ আড়াই মাস আগে মোঃ শাহিন আলমকেও একই কায়দায় বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ উঠে ঘাতক সাদ্দাম হোসেনর বিরুদ্ধে। সেই ঘটনা ধামাচাপা পড়ে যাওয়ায় সেই একই পন্থা অনুসরণ করে মোঃ শাহিন আলম ছামদালীর ছোট ভাই মোঃ সেলিম মিয়াকে ও হত্যা করেন ঘাতক সাদ্দাম হোসেন।
পুলিশ সূত্রে জানায়, নিহত মোঃ শাহিন আলম ছামদলী ও নিহত মোঃ সেলিম মিয়ার বড় ভাই মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে ঘাতক নার্স সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গাবতলী ও সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘাতক সাদ্দাম হোসেন আটক করা হলেও এর পিছনে হত্যার ইন্ধন দাতাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানানায়।
Leave a Reply