বাংলাদেশ খবর ডেস্ক,
ওয়েস্ট ইন্ডিজ থেকে বুধবার উড়াল দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভাড়া করা বিমানে আজ বিকাল ৪টায় তাদের ঢাকায় আসার কথা।
তার আগেই জিম্বাবুয়ে সফর শেষে সকাল ৯টায় দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সঙ্গে তিন ট্রফি। অন্য কোনো সময় হলে বিমানবন্দরে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় রাঙাতেন টাইগাররা।
কিন্তু করোনা মহামারির জন্য সেটি আর হচ্ছে না। স্বজনদের সঙ্গেও দেখা করার সুযোগ নেই টাইগারদের। অবিচ্ছিন্ন বায়ো বাবল সুরক্ষায় ইতোমধ্যে হোটেলে চলে গেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বহনকারী কাতার এয়ারলাইনস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জিম্বাবুয়ে থেকে বুধবার রওনা করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সকাল ৯.২০টায় বাংলাদেশ দল বহনকারী বিমান এসে পৌঁছায়। খেলোয়াড়র এখান থেকেই বের হয়ে সরাসরি হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে গেছে।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কারণে দীর্ঘ সফর শেষে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে পারেননি টাইগাররা। অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন শর্ত মেনেই সব আয়োজন করছে বিসিবি।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি। সাতদিনে পাঁচটি ম্যাচ হবে। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা।
ঘরের মাটিতে এ সিরিজে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসকে পাচ্ছেন না মাহমুদউল্লাহ। প্রথম দু-একটা ম্যাচে পাওয়া যাবে না মোস্তাফিজুর রহমানকেও।
Leave a Reply