বাংলাদেশ খবর ডেস্ক,
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই ফাইনাল। আবেগী হয়ে এমন কথা প্রচলিত। আর সেই ম্যাচ যদি সত্যিসত্যি ফাইনাল ম্যাচ হয় তবে তাকে বলতে হয় একাদশে বৃহস্পতি। গাম্য প্রবাদে ঈদের দিন শুক্রবার।
বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে এমন ফাইনালই অনুষ্ঠিত হলো। যেখানে ভেলকি দেখিয়েছেন বুড়ো আনহেল ডি মারিয়া।
ডি মারিয়ার একমাত্র গোলে তিতের দলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। অবসান হলো বড় কোনো শিরোপার জন্য দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার।
১৯৯৩ সালের পর শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা, ৩৪ বছর বয়সে দেশের হয়ে প্রথম শিরোপা জিতলেন লিওনেল মেসি।
Leave a Reply