কামরুল হাসান, কোটালীপাড়া : বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক সকালের সময় এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে দৈনিক সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক সকালের সময়ের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে দেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি জাবেরুল ইসলাম বাঁধন,কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল,সহসভাপতি কামরুল হাসান সাধারণ সম্পাদক কালাম তালুকদার বক্তব্য রাখেন।এ সময় কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন,কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর, প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার, সদস্য ইস্রাফিল শেখ,কাজী শাহীন, গোলাম মর্তুজা, সোহেল হাওলাদার, আলবার্ট শিকদার কমল ও কামাল হাওলাদার উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
Leave a Reply