ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারত’।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন। তিনি সমগ্র মানুষের নেত্রী।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন জামায়াতের এই নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
এ সময় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তাহের। তিনি বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি ও নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, আমরা আগামীতে আরও অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি।
এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply