ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুবাশিষ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার রাধাবাড়ী রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। সুবাশিষ দমদমা ভূমি অফিস এলাকার বিমলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ‘Subhash Chowdhury’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিতর্কিত ক্যাপশনে একটি মদের বোতলের ছবি পোস্ট করা হয়। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর বিভিন্ন ব্যক্তি ফেসবুক ও গ্রুপে পোস্ট দিয়ে সুবাশিষের গ্রেফতার দাবি জানান।
এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব মিঞা দুপুরে ঘটনাস্থলে পৌঁছান।
পাঁচবিবি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুবাশিষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply