স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি এলাকার খাল হইতে মানিক বিশ্বাস (৩২) নামক এক মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি পাশবর্তী মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউপি দীঘিরপাড় গ্রামের নলীনি বিশ্বাসের ছেলে।
জানা যায়, সকালে রাস্তার পাশে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী । খবর পেয়ে থানা ও ভাঙ্গারহাট ফাড়ি পুলিশ ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি খাল থেকে তুলে মর্গে প্রেরণ করেন। সেই সাথে ঘাতক মটর সাইকেলটি নেওয়া হয় পুলিশ হেফাজতে।
এ ব্যাপারে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র বাড়ৈ জানান – নিহত মানিক, তার মাষির বাড়ি কলাবাড়ি গ্রামে বেড়াতে গিয়ে পূজা শেষে রাতেই নিজ গ্রামে ফেরার পথে দূর্ঘটনা কবলিত হয়ে থাকতে পারে বলে আমাদের ধারনা।
এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিযুর রহমান বলেন – থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অতিরীক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply