স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৪২) নামক দুই সন্তানের জনক এক মৎস্যজীবি নিহত হয়েছে।
সে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চীম লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।
বুধবার ভোর পাচ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈরী আবহাওয়ায় বাড়ির পাশে মাঠের মধ্যে ভেশাল জাল দ্বারা মাছ শিকার গিয়ে বজ্রের আঘাতে ছিটকে পানিতে পড়ে ডুবে যায় সমীর। প্রায় দুই ঘন্টা খোজা খুজির পর পানি থেকে তুলে চিকিৎসার জন্য তাকে স্বজনেরা কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
Leave a Reply