কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবার দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে কিন্তু আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে।এউপজেলার ১ টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৩০৯ টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবল্বীদের সবচেয়ে বর উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হলেও এবার ১২ টি মন্ডপে হচ্ছেনা শারদীয় দুর্গাপুজা।
সরেজমিনে গিয়ে পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকদের সাথে কথা বলে জানাগেছে কোন কোন মন্দিরে চৈত্র মাসে বাসন্তী পুজা হবে আবার কোন কোন মন্দিরের পুজারীদের বিভিন্ন সমস্যার কারনে পুজা করছেন না।
তবে আনসার ভিডিপি কর্মকর্তার দাবি ৩২১ টি মন্ডপেই নিরাপত্তার জন্য আনসার নিয়োগের সিসি দেওয়া হয়েছে।তাহলে এখন প্রশ্ন হলো বাকি ১২ টি মন্ডপের আনসার গেল কোথায়।এনিয়ে পুজারিদের মধ্যে নানা ধরনের সমালোচনার জন্ম দিয়াছে।তারা বলছে যেসব মন্দিরে পুজা হচ্ছে সেসব মন্দিরে কোথাও ৬ জন আবার কোথাও ৪/৫ জন করে আনসার ডিউটি করছে।এবং সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।এবার যেসব মন্দিরে পুজা হয়না সেসব মন্দিরের মধ্যে রয়েছে পৌর সভার বাগান উত্তরপাড়া অলিল সেন স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দির,রামশীল ইউনিয়নের মুশুরিয়া গুরুদাস মার্কেট সার্বজনীন দুর্গা মন্দির কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া নগেন বিশ্বাসের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,বৈকুন্ঠপুর খাইটার কান্দি সার্বজনীন দুর্গা মন্দির,নলুয়া ১১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন দুর্গা মন্দির, কুমুরিয়া দিলিপ বিশ্বাসের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, নলুয়া বিশ্ব শান্তি সেবা আশ্রম সার্বজনীন দুর্গা মন্দির,মধু বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,রুথিয়ারপাড় রায় বাড়ী সার্জনীন দুর্গা মন্দির, মাছপাড়া ভুপেশ বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির ও পুর্ব বান্ধাবাড়ী ঠাকুরবাড়ী সার্বজনীন বাসন্তী দেবী মন্দির,শৈলদহ সরকারভবন সার্বজনীন দুর্গা মন্দির।
মধুবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ইউপি সদস্য পরিতোষ মধু বলেন আমার মন্ডপে পুজা হবে চৈত্র মাসে বাসন্তী পুজা এখন কোন পুজা হয়না এবং এখানে কোন আনসার নেই।মুশুরিয়া গুরুদাস মার্কেট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রি বলেন-এখন আমার মন্ডপে কোন পুজা হয়না এখানে নিরাপত্তার জন্য কোন আনসার দেওয়া হয়নি।নলুয়া ১১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি মজুমদার বলেন আমাদের বিদ্যালয়ে এবং নলুয়া বিশ্ব শান্তি সেবাআশ্রম সার্বজনীন দুর্গাপুজা মন্দিরে কোন পুজা হয়না এবং নিরাপত্তার জন্য কোন আনসার ও প্রয়োজন নেই কিন্তু আনসার এসে তাদের সিসি তে স্বাক্ষর নিয়ে চলে গেছে।মাছপাড়া ভুপেশ বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গাপুজা মন্দিরের সভাপতি সুরঞ্জন বিশ্বাস বলেন আমাদের বাড়িতে এখন কোন পুজা হয়না যার কারণে নিরাপত্তার জন্য কোন আনসার দেওয়া হয়নি।পৌরসভার বাগান উত্তরপাড়া অলিল সেন স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি দেব দুলাল রায় বলেন আমাদের মন্দিরে এখন কোন পুজা হয়না যার কারণে এখানে নিরাপত্তার জন্য কোন আনসার নিয়োগ দেওয়া হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পুজায় কর্তব্যরত এক আনসার সদস্য বলেন প্রতি বছরই যে সমস্ত মন্দিরে পুজা হয়না,সেসব মন্দিরে আনাসার নিয়োগ দেখিয়ে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছেন আনসার ভিডিপির কর্মকর্তা এছাড়াও ইউনিয়ন কমান্ডার পুজায় ডিউটি করার সুযোগ করে দিতে ভুয়া কাগজপত্র তৈরি করে হাজার হাজার টাকা নিয়ে নিয়োগ প্রদান করে থাকেন।এব্যপারে তার মুঠো ফোনে কল করে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুশান খান বলেন আমরা পিআইও অফিস এবং থানা থেকে লিষ্ট পেয়ে ৩২১ টি মন্ডপের জন্য আনসার নিয়োগের সিসি করেছি।এবার পুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আর আনসার নিয়োগ দেওয়া হলো ৩২১ মন্ডপে এমন প্রশ্ন করা হলে এপ্রতিনিধিকে কোন উত্তর দিতে পারেনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ
বলেন প্রথমে ৩২১টি মন্ডপ এবং পরে আরো নতুন ০৫ টি মন্ডপে পূজা হবে এমন তালিকা আমরা পেয়েছি।সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পূজামন্ডপের সভাপতিদের চাহিদার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে অল্প কয়েকজনকে সাময়িকভাবে সমন্বয় করেছেন।পূজা উদযাপন হচ্ছে না কিন্তু আনসার সদস্য মোতায়েন হয়েছে, এরুপ সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তদন্ত করে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply