সরশ মোল্লা, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে খোলা বাজারে বোতলে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেনসহ জ্বালানি তেল। গ্রাম থেকে শহর সবখানেই হাটবাজারের মোড়ে মোড়ে এ তেল বিক্রি করছে অসাধু কিছু ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস বলছে, অবৈধ এসব বিক্রেতাদেরকে আইনের আওতায় না আনা গেলে যেকোনো সময় ঘটতে পারে নাশকতাসহ বড় ধরনের দুর্ঘটনা।যদিও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক।
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় পৌর নিউমার্কেটের সামনে প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে কাগজপত্র বিহীন ব্যবসা করে আসছে গঙ্গা মটরস। দোকানে সারি সারিভাবে সাজিয়ে রাখা পেট্রোল ডিজেল ও অকটেন তেলের ব্যারেল। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি তেল বিক্রি করছেন দোকানি পল্লব কুমার শর্মা। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। হাতের কাছে যত্রতত্র এসব দাহ্য পদার্থ বিক্রিতে বাড়ছে ঝুকি,আর ব্যবহার হতে পারে নাশকতার কাজেও। মোটরসাইকেল চালকরা ও সাধারণ পথচারীরা বলেন, গ্রাম থেকে শহর প্রায় সবখানেই খোলা বাজারে এই তেল পাওয়া যায়। বোতলে করে বিক্রি করছে এই অসাধুরা।সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তাই এখনই এসব জ্বালানি তেল খোলাবাজারে বিক্রি বন্ধ করা উচিত। তানা হলে এই তেল ব্যবহার করে দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টি করতে পারে।
খুচরা বাজারে তেল বিক্রি করা কয়েকজন ব্যবসায়ী জানান, এসব তেল বিক্রি করে লাভের অংশ দিয়ে সংসার চলে। আর প্রয়োজনীয় কাগজপত্র করতে অনেক ঝামেলা,বারবার ঢাকায় দৌড়াদৌড়ি করা লাগে, এসব ছোট দোকানে তেল বিক্রির লাইসেন্স দেয় না। তাই এভাবে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা।
Leave a Reply