কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় উপজেলা জামে মসজিদের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা জামায়াতের আমির মোঃ সোলাইমান গাজী,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফায়েক উজ্জামান,সাবেক শিক্ষক হাবিবুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াসুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মান কাজের অগ্রগতি উন্নয়নের জন্য দ্বিতীয় তলার নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য সভার সর্ব সম্মতিক্রমে ঠিকাদারকে ৩০ লক্ষ টাকা প্রদান করে দোকান বরাদ্দের ব্যপারে আলোচনা হয়।
Leave a Reply