ডেস্ক রিপোর্ট : জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্য শুরু হয়েছে। জবানবন্দিতে নিজের জব্দ করা ১৭টি ভিডিও ট্রাইবুনালে দেখান তিনি। এসব ভিডিওতে জুলাই-আগস্ট আন্দোলনের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অপর সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জবানবন্দির বাকি অংশ উপস্থাপনের জন্য সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চালানো হত্যাযজ্ঞ নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে বলা হয়, সেই দিনের ঘটনায় অন্তত ১৯ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে হতাহত হয়েছেন। এদের মধ্যে চার শহীদের নাম পাওয়া গেছে। এরা হলেন- ইয়াসির, খোবায়েদ আহমেদ, লিটন ও মিরাজ হোসেন। ভিডিও প্রদর্শনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত সবার মধ্যে নেমে আসে পিনপতন নীরবতা। ডকে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এ সময় চোখের পানি মুছতে দেখা যায়।
এদিন জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা আন্দোলনকারীদের শরীর থেকে বের করা বেশকিছু বুলেট ও পিলেটের পরিসংখ্যান তুলে ধরেন। এসব বুলেট ও পিলেট তিনি বিভিন্ন হাসপাতাল থেকে জব্দ করেছেন বলে জানান।
তদন্ত কর্মকর্তা মো. আলমগীর তদন্ত সংস্থার উপপরিচালক। তিনি এই মামলার ৫৪তম সাক্ষী। এদিন দুপুর সোয়া ১২টার পর সাক্ষীর ডায়াসে ওঠেন আলমগীর। তিনি জবানবন্দির শুরুতে নিজের পরিচয় দেন। তারপরই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, জবানবন্দির সময় কিছু ভিডিও দেখানোর প্রয়োজন হবে। সেসব ভিডিও একসঙ্গে শুরুতেই দেখাতে চান। ট্রাইব্যুনাল তাতে সম্মতি জানান। এরপর শপথ পড়ে নিজের জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখান। এর মধ্যে গত বছরের ১৪ জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি আখ্যায়িত করা হাসিনার সংবাদ সম্মেলনের চিত্রও তুলে ধরা হয়।
Leave a Reply