কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ( পুরুষ – মহিলা) প্রথম ধাপ ২০২৫ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৮.০৯.২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১ টায় বীরপাসা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ৬৫ জন প্রশিক্ষনার্থীদের এ সার্টিফিকেট, পুরস্কার বিতারণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের আজ সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সব সময় সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলো দায়িত্বশীল হয়ে করবেন। সামনে আমাদের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আপনাদের পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা দেয়া এবং সরকারের গুরুত্বপূর্ণ কাজ গুলো আপনারা দায়িত্ব নিয়ে করবেন। পরে আনসার ভিডিপি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
Leave a Reply