ফিলিপ সমাদ্দার,বিকাশ মধু ও রমনী বৈরাগী বলেন মুশুরিয়া বৈদ্যবাড়ী পদ্মবিলের পুরানো ঘাট।এখানে দর্শনার্থীদের ভীড় থাকে বেশি, আমরা চাই সরকার যেন মুশুরিয়া বৈদ্যবাড়ীর এই পুরানো ঘাটে দর্শনার্থীদের মনোরম পরিবেশের জন্য একটি ভালো বসার স্হান,ঘাটলা এবং গেট করে দেয়।তাহলে দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়বে এবং মিনি পর্যটন স্পষ্টে পরিনত হবে।
স্হানীয়রা বলেন আমাদের এই মুশুরিয়া বৈদ্যবাড়ী ঘাটে বিকেল বেলা ভ্রমন পিপাসু দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠে।এখানে ভালো কোন বিশ্রামের স্হান বা কোন ধরণের খাবারের দোকান না থাকায় ভ্রমন শেষে দ্রুত গন্তব্যে ফিরে যান ভ্রমন পিপাসু দর্শনার্থীরা সরকারের পক্ষ থেকে যদি অন্তত পক্ষে একটি যাত্রী ছাউনি,একটি গেট এবং একটি ঘাটলা করে দিত।তাহলে এখানে একটি মিনি পর্যটন স্পষ্ট হিসেবে পরিচিত পেত এবং এর পাশাপাশি স্হানীয়রা রাস্তার দুইপাশ দিয়ে দোকানপাট বসিয়ে যদি চা-কপি ফুসকা চটপটি সহ জলখাবারের ব্যবস্হা করতো তাহলে এলাকার বেকার অনেক যুব-সমাজের কর্মসংস্হানও সৃষ্টি হত। এদিকে মুশুরিয়া পদ্মবিলের এ-স্পটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী মোঃ মাসুম বিল্লাহ।তিনি এই পদ্ম বিলের এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে আসা ভ্রমন পিপাসু দর্শনাথীদের জন্য ভালো একটা বিশ্রামের স্হান নির্মান করার কথা ভাবছেন এবং এখানে মনোমুগ্ধকর পরিবেশে একটি মিনি পর্যটন স্পট করার জন্য সরেজমিন পরিদর্শন করেছেন।
Leave a Reply