স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে সহদর ভাই খুন হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ৯ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গামের ঘোষ বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি এলাকার মৃত: সুধীর ঘোষের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী ছোট ভাই আনন্দ ঘোষের আবাসন ভবনের ছাদের পানি পাশবর্তী মিষ্টি ব্যবসায়ী বড় ভাই কালাচাদ ঘোষের মিষ্টি তৈরির চুলায় ছিটকে পড়ায় কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে কালাচাদ ঘোষ (৫০) তার ছেলে নয়ন ঘোষ (২৭) সৌরভ ঘোষ (২৫) এবং ছোট ভাই যুগল ঘোষ (৩৫) সহ কয়েকজন সংঘবদ্ধ ভাবে দুই সন্তানের জনক আনন্দ ঘোষ (৪৭) ও তার স্ত্রী মিতা ঘোষ (৪০) কে বেধড়ক মারপিট করে।
এতে স্বামী স্ত্রী গুরুতর আহত হয়। স্বজনেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আনন্দকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্ব পরিবারে পালিয়ে যায় অভিযুক্তরা। নিহতের দশ বছরের ছেলে রুদ্র ঘোষ সাংবাদিকদের বলেন- ছাদের পানি পড়াকে কেন্দ্র করে চাচা কালাচাদ, যুগল ঘোষ ও চাচাতো ভাই নয়ন ঘোষ, সৌরভ ঘোষ লোহার রড ও কোদালের আছাড়ী দ্বারা পিটিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে, আমি তাদের ফাসি চাই।
মুক্তা ঘোষ, মঞ্জু ঘোষ, বনমালী ঘোষ, আব্দুল মান্নান সহ একাধীক এলাকাবাসী জানান- সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে ভাই ভাই ঝগড়া বিবাদ হয়েছে, ভাইকে মেরে ফেলার মতো পিটায় নাই, অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মীতা ঘোষ বাদী হয়ে চার জনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন। জাহার মামলা নং- ৯। তারিখ- ১৫/০৯/২০২৫ইং।
Leave a Reply