গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুল শিকদার(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা পরে থাকা লাশটি দেখে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে কাশিয়ানী থানা পুলিশ। মোঃ ওবায়দুল সিকদার উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের সন্তান।
জানা যায়, ওবায়দুল সিকদার গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি এমনকি গত দুইদিন ওবায়দুল সিকদারের মোবাইল ফোনটি বন্ধ ছিল।
মৃত ওবায়দুল শিকদারের গায়ে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মৃতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply