স্টাফ রিপোর্টার : অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধসহ ৪দফা দাবি আদায়ের লক্ষে গণছুটিতে গিয়েছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১জন কর্মী। যার ফলে এ উপজেলার শত শত গ্রাহক ভোগান্তিতে পড়েছে।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসসূত্রে জানাগেছে, কোটালীপাড়া উপজেলায় ৯৫জন কর্মী ৭৯হাজার ১৫৭জন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছেন। এই ৯৫জন কর্মীর মধ্যে গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১জন কর্মী গণছুটিতে গিয়েছেন। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকরা সমস্যায় পড়েছেন। এ সকল গ্রাহকগণ দ্রæত সময়ের মধ্যে কর্মীদেরকে কাজে যোগ দিয়ে তাদের সমস্যা সমাধান করে দেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ বলেন, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা একাধিকবার কোটালীপাড়া পল্লী বিদ্যুৎতের জোনাল অফিসে যোগাযোগ করেছি। কিন্তু কোন কর্মী না থাকার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমরা দ্রুত এর সমাধান চাই।
ইমরানুর রহমান বলেন, সকাল থেকে অবদারহাটের দক্ষিণ পাশ দিয়ে বিদ্যুৎ নাই। আমরা বিদ্যুৎ অফিসের যোগাযোগ করে কাউকে পাচ্ছিনা। এসব এলাকায় অনেক মুরগীর খামার রয়েছে। এ সকল খামারে ২৪ঘন্টাই বিদ্যুৎতের প্রয়োজন হয়। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎতের সমস্যার সমাধান না হলে ক্ষতির সম্মূখিন হবেন।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো: রেজওয়ানুল ইসলাম বলেন, আমাদের এই জোনাল অফিসে ৯৫জন কর্মী রয়েছেন। এদের মধ্যে থেকে ৪দয়া দাবি আদায়ের আন্দোলনে ৫১জন গণছুটিতে গিয়েছেন। এই ৫১জনের মধ্যে প্রায় ৩০জন লাইনম্যান রয়েছেন। মূলত এই লাইনম্যানরাই বিদ্যুতের কাজগুলো করে থাকেন। আশা করছি সরকার সদয় হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিবেন।
তিনি আরোও বলেন, সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলেই গণছুটিতে যাওয়া কর্মীগণ কাজে যোগ দিবেন। আর এরা কাজে যোগ দিলেই বিদ্যুতের যে সকল স্থানে সমস্যা আছে তাহা আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিবো।
Leave a Reply