কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামে সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর ও নগদ অর্থসহ সর্বস্ব হারিয়েছেন সালেহা বেগম।
গত ১৭ জুন (মঙ্গলবার) ভোররাতে আনুমানিক ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সালেহা বেগমের ঘরসহ নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা পুড়ে যায়। তবে ঘরে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি।
সালেহা বেগম জানান, তাদের একমাত্র সম্বল ছিল ঘর ও এই নগদ অর্থ। সবকিছু পুড়ে যাওয়ায় এখন তারা নিঃস্ব হয়ে গেছেন। বর্তমানে তাদের কাছে পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার (জিডি নং: ৩৩৪)।
Leave a Reply