কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইয়াবাসহ মো. মুছা (৪১) নামের এক যুবককে আটক করছে পুলিশ।
মঙ্গলবার রাত অনুমান ১২টার দিকে উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মুছা একই ইউপির খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার পান-সুপারির ক্যাস বাক্সের ভিতর তল্লাসি চালিয়ে ১০৯ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আটক যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি মাদক বিক্রি করে আসছে। তাকে আজ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
Leave a Reply