হাসিবুর রহমান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সিধু বিশ্বাস (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিধু বিশ্বাস বরিশালের গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে। জানা গেছে, সিধু তার মায়ের সঙ্গে কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।
শিশুটির নানি কণিকা বাড়ৈ জানান, তিনি স্থানীয় একটি পোল্ট্রি মুরগির খামারে কাজ করেন। সোমবার সকালে নাতিকে সঙ্গে নিয়ে খামারে কাজ করছিলেন। এক পর্যায়ে তার অজান্তেই শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply