পরিমল বিশ্বাস : আড়াইহাজারে জুলাই গণঅভুত্থান ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এর নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আড়াইহাজারে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনের মধ্য দিয়ে বিজয় র্যালিটি আড়াইহাজারের কাঁচা বাজার আড়ৎ হতে শুরু করে দিঘির পাড় চৌরাস্তা পায়ড়া চত্তর হয়ে বিএনপির পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার নেতাকর্মীরা এসে যোগদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন -নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু,আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মনজুরুল ইসলাম,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মিরজুল ইসলাম নয়ন, বিশনন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হানজালা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, গোপাল’দা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কমিশনারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মাহমুদুর রহমান সুমন বলেন, ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান ধারাবাহিকতায় বর্ষপুতি উপলক্ষে বিজয় র্যালীতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এটাকে আমাদের ধরে রাখতে হবে অনেক ত্যাগ স্বীকার করেছি তাই বিএনপিকে আরো সুসংগঠিত করে তুলতে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।
Leave a Reply