বিশেষ প্রতিনিধি : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মীরেরবাগ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় নাহিদ নামের ১ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন সন্ত্রাসীরা।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও এর দায়ভার তার উপর চালানোর চেষ্টা করছে।
এই ঘটনায় ফজলুল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শনিবার বিকেলে মীরেরবাগ এলাকায় এই ঘটনায় আব্দুর রহিম অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, ৮ আগষ্ট শুক্রবার সন্ধার পর ফুটবল খেলাকে কেন্দ্র করে জামপুরে
মারামারির ঘটনায় জামপুর পশ্চিম পাড়ার শ্রমিকদল নেতা হান্নানের ছেলে মেহেদীর নেতৃত্বে মীরেরবাগের ছেলেদের দেশীয় অস্ত্র ছুরি,রামদা,লাঠি সোঁটা নিয়ে বেদম মারপিট করা হয় এবং তাদের অকথ্য ভাষায় গালাগালি করে ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আরিফ (পিতাঃ আমির হোসেন)নদী সাঁতরে প্রাণে রক্ষা পান।
এমনকি তাদের বেদম মারপিট করার ফলে ১। নাহিদ (পিতাঃ ফজুল ভুঁইয়া), ২। আঃ সাত্তার (পিতাঃ লোকমান মিয়া) ৩।আরাফাত (পিতাঃ ইউসুফ আলী) সহ- কয়েকজন আহত হয়।এর মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেচ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উক্ত মারামারির ঘটনা মীরেরবাগের লোকজন জানতে পারলে এবং হান্নানের কাছে এই ঘটনার বিচার দিতে গেলে জামপুর পশ্চিম পাড়ার নারী পুরুষ একত্রিত হয়ে লাঠি সোঁটা নিয়ে পুনরায় তাদের ধাওয়া করে।এতে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
আমি সেই মুহুর্তে সেখানে উপস্থিত হলে উক্ত ঘটনা দেখে উভয় পক্ষকে নিভৃত করার চেষ্টা করি।দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে মাগরিবের আজান দেওয়ার ফলে পাশেই অবস্থিত জামপুর পশ্চিম পাড়া মসজিদে নামাজ পড়তে চলে যাই।
নামাজ পড়ে বের হওয়ার পর রাস্তায় আমার সাথে তালতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) ফরমান আলী সাহেবের সাথে জামপুর ব্রিজের পশ্চিম পাশে দেখা হয়।উনি এবং উনার সাথে থাকা দুইজন সহকর্মী তাদের বহনকারী সিএনজি থেকে নেমে আমাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে (যেহেতু তারা আমার পূর্ব পরিচিত)। আমি সন্ধ্যার পূর্বের ঘটনা যতটুকু জেনেছিলাম ততটুকু তাদেরকে বলি।তারপর এএসআই ফরমান আলী সাহেব আমাকে বললেন “চলেন হান্নান ভাইয়ের দোকানে যাই,সেখানে গিয়ে কি হয়েছে দেখি তারপর মিট করে দেই’।
আমি উনার কথা মতো সেখানে যাওয়ার পর দেখি হান্নানের দোকানের সাটার ভাঙচুর করা। এ সময় বিভিন্ন কথা নিয়ে হান্নানের সাথে আমার কথা কাটাকাটি হয়।তখন কেউ একজন আমার একটি ছবি/ভিডিও করে তা দিয়ে অপপ্রচার করে যে আমি লুটপাট করতে গিয়ে জনগণের হাতে ধরা পরেছি এবং পুলিশ আমাকে উদ্ধার করে।
যা সম্পূর্ণ অসত্য,অবাস্তব ও অপপ্রচার। হান্নানের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকার ফলেই মূলত মিথ্যা গুজব সাজিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই হান্নান ও তার সহযোগীরা এমন মিথ্যা গুজব ছড়িয়েছে। এছাড়াও সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক সাহেবের নাম জড়িয়েছে একটি পক্ষ রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু গণ্যমাধম দিয়ে এমন মিথ্যা অপপ্রচার চালিয়েছে।
মূলত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হওয়া সংঘর্ষকে ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই হান্নান ও তার সহযোগীরা মিথ্যার আশ্রয় নিয়েছে।
আমি এমন নিকৃষ্টতর মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং হান্নানের ছেলে মেহেদীসহ- তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
Leave a Reply