কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গত ৫ই আগস্ট বিভিন্ন সংবাদপত্রে “আওয়ামীলীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল” সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাউফল শাখার নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১টার দিকে পৌর শহরের ইসলামী আন্দোলনের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাউফল শাখার সদস্য সচিব মাওলানা নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন, সদস্য হাফেজ আবুল বশার, হাফেজ মো. তোফাজ্জেল হোসেন ও উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, ওই আওয়ামী লীগ নেতার সাথে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ত নেই। ৫আগষ্ট আমাদের বিজয় মিছিলে অনাকাঙ্ক্ষিত ভাবে ঢুকে পড়েন।
Leave a Reply