স্টাফ রিপোর্টার : দীর্ঘ লড়াই সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওমী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপুর্তী পালন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ আজ মঙ্গলবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগি সংগঠন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন। অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহাবুব আলী খান, সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদল আহবায়ক লালন শেখ বক্তব্য রাখেন। এ সময়, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, নজরুল ইসলাম মহিন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি খবির হাওলাদার, কুশলা ইউনিয়ন বিএনপি সভাপতি কালাম হোসেন রউফ, হিরণ ইউনিয়ন বিএনপি সভাপতি নান্নু দাড়িয়া, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অনিমেষ গাইন সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী ও নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ রথিন বিশ্বাসের গ্রামের বাড়ী শুগ্রামে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ সহ বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply