বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপুতি পালন উপলক্ষে বিজয় র্যালী করেন
৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এর নেতৃত্বে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করে বিজয় র্যালী করেন। উক্ত বিজয় র্যালীতি বস্তল স্টান হতে তালতলায় গিয়ে শেষ হয় ও এতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় র্যালীতে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওসমান মেম্বা, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ রুহুল আমীন,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী,সহ-সভাপতি সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার,
সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আঃ রহিম, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দ্বারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপুতি পালন উপলক্ষে বিজয় র্যালী দেওয়া হয়েছে গত বছর এইদিন টি ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ছাত্র গণঅভ্যুত্থানে আমি এবং আমার নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে ছিলাম অনেক ত্যাগ স্বীকার করে আজ নতুন বাংলাদেশ পেয়েছি এটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করি। আমি রাজনীতি করি কোনো টাকা কামানোর জন্য না নিজের টাকা খরচ করে রাজনীতি করি আগামী সংসদ নির্বাচনে মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আপনাদের মাঝে এসে যেন সেবক হয়ে কাজ করতে পারি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সময় ঐকবদ্ধ হয়ে মাঠে আছি মাঠে থাকব ও কাজ করে যাব।
Leave a Reply