স্টাফ রিপোর্টার : কোটালীপাড়ায় ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন গোপালগঞ্জ। আজ বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়ে একটানা চলে বিকাল পর্যন্ত।
এ সময় ১শতটি কাচা-পাকা ঘর উচ্ছেদ করে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি জায়গা উদ্ধার করে সড়ক ও জনপদ বিভাগ। এর আগে অভিযানের নোটিশ পেয়ে স্ব প্রনোদিত ভাবে ঘর সহ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয় অবৈধ দখলদাররা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসনের ৩টি বুল্ডোজার দ্বারা অবশিষ্টাংশে চলে ভাংচুরের কাজ। ওয়াপদার হাট, ঘাঘর বাজারের পর অত্র উপজেলায় এটাই ৩য় ধাপের বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
উচ্ছেদের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভিড় জমায় শত শত উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিত ছিল চোখে পড়ার মত। ঠান্ডা শেখ, শীপ্রা ওঝা, মিজানুর রহমান তুহিন, বিপ্লব রায় সহ একাধিক ব্যবসায়ী বৃন্দ সাংবাদিকদের বলেন- আমরা এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি, পুনর্বাসনের ব্যবস্থা না করেই সরকার আমাদের উচ্ছেদ করে দিল, ঋন দেনা করে ব্যবসা শুরু করে ছিলাম, আমরা এখন কিভাবে বাচবো, সরকারের কাছে পুনর্বাসনের জোর দাবি জানাই।
অন্যদের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএন আমিরুল মোস্তফা, উপ প্রকৌশলী সওজ গোপালগঞ্জ সামিউল খান সহ জেলা উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply