সোমবার রাত দশটার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলধীনা দিকনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বিশ্বমবন্ধী সাকিনের লিটু চেয়ারম্যাননের বাড়ির সামনে ঢাকা- বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
অপর বাসের প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, চেয়ারম্যান পরিবহনের গাড়িটি দশমিনা-বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে হানিফ পরিবহন নামের একটি বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান বাসটি খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলে নিহত হয় এবং ১৫ জন যাত্রী আহত হয়।
এছাড়া দশমিনা-ঢাকা সড়কে নিয়মিত চলাচল করা চেয়ারম্যান পরিবহন নিয়ে যাত্রীদের দীর্ঘদিন যাবত বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ রয়েছে।
এ পরিবহনটি বেপরোয়া চালানোর ফলে একাধিক দুর্ঘটনার রেকর্ডও রয়েছে।
Leave a Reply