মোল্লা মহিউদ্দিন, বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে দেড় মাস সংসার করার পর জানা গেল মাহমুদুল হাসান শান্ত’র (ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে) বিয়ে করা নববধু সামিয়া আসলে একজন পুরুষ।
গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে পরিচয় গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ জুন তিনি শান্ত’র বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে মৌলভি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়।
এরপর থেকে নববধু হিসেবে শান্ত’র পরিবারে থাকছিলেন সামিয়া। দেড় মাসে কারও সন্দেহ হয়নি যে তিনি একজন পুরুষ।
Leave a Reply