গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরির ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, অফিস সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে প্রেসক্লাব গোপালগঞ্জ ভবনের দুটি কক্ষ এবং প্রেসক্লাবে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির স্থানীয় অফিসে এ চুরির ঘটনা ঘটে।
শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত প্রেসক্লাবে চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসক্লাবের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে প্রেসক্লাব পরিদর্শনে যান গোপালগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন জানান,
“সকালে পরিচ্ছন্নতা কর্মী ক্লাবের কক্ষ ঝাড়ু দিতে গিয়ে হলরুমের সমস্ত মালামাল এলোমেলো পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। খবর পেয়ে আমি অন্যান্য সদস্যদের নিয়ে প্রেসক্লাবে এসে দেখি হলরুমের বাথরুমের দরজা ভাঙা এবং উপরের টিন উপড়ে ফেলা হয়েছে। সেখান দিয়ে প্রবেশ করে চোরেরা ক্লাবের দুটি টিভি, দুটি ল্যাপটপ, ৩টি ফ্যান, পানি তোলার মোটরসহ ইলেকট্রনিক সামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।”
তিনি আরও জানান, “সময় টিভি ও দেশ টিভির অফিস কক্ষ থেকেও দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করেছে চোরেরা।”
প্রেসক্লাব গোপালগঞ্জের সহ-সভাপতি সেলিম রেজা বলেন, “এর আগে চলতি বছরের শুরুর দিকেও প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটেছিল। শহরের প্রধান সড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত একজন চোরকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।”
দেশ টিভির প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন জানান,
“চুরির ঘটনায় আমার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন এবং সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালীর ল্যাপটপ চুরি হয়েছে। চুরির পর চোরেরা নির্বিঘ্নে সদর রাস্তা দিয়ে চলে গেছে। এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।”
তিনি আরও জানান, “শুক্রবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কারের সময় জেলা জজের বাসার সামনের রাস্তায় পড়ে থাকা আমার মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার করে পৌরসভায় জমা দেয়।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “চোরদের শনাক্ত করা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা NPS (ন্যাশনাল প্রেস সোসাইটি) গোপালগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন যে, দ্রুত এই চোরচক্রের সদস্য ও হোতাদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
Leave a Reply