মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মিঞা শামীম আলম লিমনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার আবু সাঈদ এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও দিনাজপুর জেলা বিশেষ জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মিঞা শিরন আলম।
এতে আরো বক্তব্য রাখেন, এডহক কমিটির অভিভাবক সদস্য ও পল্লী চিকিৎসক মাসুদ রানা, শিক্ষক প্রতিনিধি মহিবুল ইসলাম, সমাজসেবক লোকমান হোসেন, অভিভাবক ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, লুৎফর রহমান মেম্বার, আজিজুল মেম্বার, নওয়াব আলী কমল মেম্বার, সাব্বির আহমেদ প্রমূখ।
অভিভাবক সমাবেশে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মিঞা শামীম আলম লিমন জানান, অত্র মাদ্রাসার অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। তিনি আরো জানান, এই মাদ্রাসা যাতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে অধিষ্ঠিত হতে পারে সেজন্য সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত থাকবে।
Leave a Reply