কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পড়তে গিয়ে শিক্ষকের হাতে ধর্ষণের স্বীকার হয়েছেন ৮ ম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই)উপজেলার উত্তরপাড় বুজোর্গকোনা ৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এঘটনার পর ওই শিক্ষক বাড়ি ছেড়ে পালিয়েছে।
সরেজমিনে গিয়ে জানাগেছে উত্তরপাড়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন ৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে গচাপাড়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে আরবি প্রাইভেট পরাতেন সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজের ধর্ম শিক্ষক আবু হানিফ মোল্লা।ঘটনারদিন সোমবার সকালে প্রাইভেট পরানোর কথা বলে মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে প্রবেশ করে এরপর সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন।বিদ্যালয়ের পাশের বাড়ির স্হানীয় শারমিন বেগম ও তহুরা বেগম বলেন সোমবার সকালে আমাদের এই প্রাইমারি স্কুলের একটি রুমে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে যান শিক্ষক আবু হানিফ মোল্লা এবং ভিতর দিয়ে গেট বন্ধ করে রাখেন এবং একঘন্টা পর তিনি বের হয়ে যান এসময় আমাদের সন্দেহ হলে আমরা ওই শিক্ষার্থীর কাছে যাই তখন মেয়েটি আমাদের দেখে কেঁদে উঠে বলেন হানিফ স্যার আমার সাথে অনেকদিন ধরে এইসব করেন এবং কাউকে বলতে নিষেধ করেন।আপনারা কারো কাছে বলবেননা।এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে শিক্ষক আবু হানিফ মোল্লা বাড়ি ছেড়ে গা ঢাকা দেন।এদিকে আবু হানিফ মোল্লার স্ত্রী জান্নাতি বেগম ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক হওয়ায় তিনি বিদ্যালয়ের চেয়ার টেবিল নিয়ে তার বাড়িতে ব্যবহার করেন।এছাড়াও তার স্ত্রী বিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবাদে বিদ্যালয়ের গেটের চাবি তার কাছে রাখেন এবং সে অবাধে বিদ্যালয়ের গেটের তালা খুলে যে কোন কক্ষে প্রবেশ করে থাকেন।এব্যপারে অভিযুক্ত শিক্ষক আবু হানিফ মোল্লার বক্তব্য পাওয়ার জন্য তার বাসায় গিয়ে ও তার মোবাইলে ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।এঘটনায় সোমবার রাতে কোটালীপাড়া থানায় একটি
ধর্ষণের মামলা হয়েছে বলে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম আজাদ এ প্রতিনিধিকে জানান।
Leave a Reply