বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে মাহনা এলাকায় রাহাত মোল্লা ও তৌহিদের উপর হামলাকারী সেচ্ছাসেবকলীগ নেতা মিঠু ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন মাহনা এলাকাবাসী।
২১ জুলাই সোমবার বিকেলে মাহনা এলাকায় ঢাকা সিলেট রুটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হালিম,গোলাকান্দাইল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোস্তফা, যুবদলের সহ সভাপতি খোরশেদ আলম, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, সহ এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন মানববন্ধনে।
এ সময় বক্তারা বলেন, রাহাত ও তৌহিদের উপর হামলাকারী মিঠু ও তার সহযোগীদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্হা করতে হবে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ তাই তাদেরকে আজ এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
তাই প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করে বলেন মিঠু ও তার সহযোগীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হোক।
Leave a Reply