মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৯৬বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ।
জেলার পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সেলিম মালিক এর নেতৃত্বে এসআই/ এরশাদ হোসেন,এসআই/ নুরুল হক সরকার ও সঙ্গীও ফোর্স সহ থানার ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্থ জনৈক আব্দুল মজিদ (৫০) এর ভাই ভাই নার্সারীর সামনে কালভাটের উপর বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটো ইজিবাইক তল্লাশী করে, ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন জাহাঙ্গীর হোসেন (২৮) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
মামলা নং-১৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(গ)/৩৮ রুজু করা হয়। পরে গ্রেফতারকৃত আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের ভাই ভাই নার্সারীর সামনে বিশেষ অভিযান চালিয়ে ৯৬বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply