কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শতভাগ নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।
তিনি বলেন, “গোপালগঞ্জে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যা ইতোমধ্যেই নির্বাচনী প্রার্থিতা যাচাই-বাছাইয়ে আপনারা সকলেই লক্ষ্য করেছেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ কাউকেই দেওয়া হবে না। কেউ যদি নির্বাচনকে বানচাল করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বাগত বক্তব্য দেওয়ার পর মুক্ত আলোচনা পর্বে উক্ত মতবিনিময় সভায় আগত সাধারণ ভোটার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মী সমর্থকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচনের দিন ভোটারগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত মতামত প্রকাশ করতে পারেন সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের মেজর জুভিন ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।
গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায়
সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ভোটারগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি নির্বাচনী আসনে ২১৫ গোপালগঞ্জ -১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৬ গোপালগঞ্জ -২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৭ গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্টরা সরেজমিনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
Leave a Reply