বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইঁয়া এর নেতৃত্বে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করেন সোনারগাঁ উপজেলা যুবদল ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জয়দেবপুর রুটে এশিয়ান হাইওয়ের কোবাগা স্টানে অবস্থান কর্মসুচি পালন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো: আল- আমিন মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুছা, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুলতান আল মামুন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন মিয়া, উপজেলা যুবদল নেতা মো: আল-আমিন, ওয়াসিম, কাউসার,ইকবাল জুয়েল, আব্দুল আজিজ,নাজমুল ফকির, আরিফুল ইসলাম, আনোয়ার, নিজামুদ্দিন, রোমান,জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রফিক, সোহেল,পন্ডিত, পিয়েল,আব্দুল আজিজ, শফিকুল,মনির,শহিদ রমজান, মোফাজ্জল, নাজমুল, হাবিবুর, এমদাদ সহ সোনারগাঁও উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় আশরাফ ভুইঁয়া বলেন, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য সৃষ্টি করতে পায়তারা করছে আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য রুখতে সোনারগাঁ উপজেলা যুবদল সব সময় রাজপথে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সব সময় ঐকবদ্ধ আছি এবং থাকব রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করে যাব আজ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এশিয়ান হাইওয়ের কোবাগা স্টানে অবস্থান কর্মসুচি পালন করা হচ্ছে কেউ যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা তাহলে কঠিন ভাবে মোকাবেলা করা হবে। আমরা একটি শান্তিপ্রিয় বাংলাদেশ চাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
Leave a Reply