নিজস্ব প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীর প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচী পালন করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম খান,সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক লালন শেখ,সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply