স্টাফ রিপোর্টার : বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক গোপালগঞ্জ মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) এর পদোন্নতিজনিত বদলির কারনে কোটালীপাড়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে হলরুম লাল শাপলায় এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময় বিদায়ী জেলা প্রশাসকের যোগ্যতা, কর্ম দক্ষতা ও বিভিন্ন কৃতিত্ব তুলে ধরে আলোচনা করেন- সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাগচী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার ভক্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক- রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মওলানা ইলিয়াস হোসেন, তহশিলদার জাহাঙ্গির হোসেন, প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি ফায়েকুজ্জামান শেখ। অন্যদের মধ্যে-জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, সাংবাদিক, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply