কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি খাল দলখ করে অবৈধ ভাবে নির্মান করা স্হাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের সরকারি খালে আরসিসি পিলারের উপর নির্মিত একটি টিনের ঘর অপসারণ করতে অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া ১৭৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সরকারি খাল দলখ করে স্থাপনা নির্মান করেন বুরুয়া গ্রামের হরিদাস হালদারের ছেলে জুয়েল হালদার।এরপর অবৈধ ভাবে নির্মিত স্হাপনাটি সড়িয়ে নিতে তাকে সর্তক করা হলে তিনি ঘরটি সড়িয়ে নেয়নি। এঘটনার পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
Leave a Reply