কুষ্টিয়া প্রতিনিধি : বই পড়া মানুষকে কেবল জ্ঞানী করে না, করে সংবেদনশীল, যুক্তিবান এবং মানবিকও। সেই মানবিকতার জয়গানই শোনা গেল সোমবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায়। পাঠক সমাদর লাইব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত হলো “বর্ষসেরা পাঠক সম্মাননা ২০২৫”।
সকাল ১১টায় লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রিগান আলী, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানা (মায়া), আমলা সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ওয়াসিম আকরাম, এবং সাংবাদিক ও ফিচার লেখক হোসাইন মোহাম্মদ সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠক সমাদর লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত।
জ্ঞানের আলোয় তরুণ মুখ হিসেবে লাইব্রেরীর বর্ষসেরা পাঠক নির্বাচিত হয়েছেন জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। তার হাতে তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার হিসেবে একটি বুকশেলফ। দ্বিতীয় পুরস্কার পান কুষ্টিয়া আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান মোস্তাক, তিনি পান ১৫০০ টাকার সমমূল্যের বই। তৃতীয় পুরস্কার অর্জন করেন জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান আফিয়া, যিনি পান ১০০০ টাকার সমমূল্যের বই।
পুরস্কারপ্রাপ্ত তিন তরুণ পাঠকই জানান, বই তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। জান্নাতুল মাওয়া বলেন, “আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় বই পড়ার সময়। বই আমাকে একা থাকতে শেখায় না, বরং পৃথিবীটাকে জানার সঙ্গী করে তোলে।”
এই আয়োজনে বইপ্রীতির জয়গান শোনা যায় অতিথিদের কণ্ঠেও। অতিথিরা সবাই বই পড়ার গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। মো. রিগান আলী বলেন, “এই প্রজন্ম যত বেশি বই পড়বে, তত কম অন্ধকারে ডুবে যাবে। বই হচ্ছে চিন্তার মুক্তির চাবিকাঠি।”
নিগার সুলতানা (মায়া) বলেন, “বইয়ের প্রেমে পড়া মানে নিজের সঙ্গে আলাপ করা শেখা। আজকের এই লাইব্রেরি এমনই এক আলো ছড়াচ্ছে।”
প্রভাষক ওয়াসিম আকরাম বলেন, “যে জাতি পড়তে জানে, সেই জাতিই ভাবতে পারে। পাঠাভ্যাসই শিক্ষার প্রাণ।”
সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগর বলেন, “লাইব্রেরির এই আয়োজন কেবল পুরস্কার নয়— এটি এক ধরনের সামাজিক আন্দোলন। পাঠের সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে এমন উদ্যোগ গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। আর বই মানুষকে স্বপ্ন দেখতে এবং বড় হতে শেখায়। তাই আমাদের প্রিয় বন্ধু হিসেবে বইকেই বেছে নেওয়া উচিত। ”
পাঠক সমাদর লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত বলেন, “আমরা চাই, আমলার প্রতিটি শিশুর হাতে বই পৌঁছে যাক। সবাই অন্তত মাসে একটি বই পড়ুক— এটাই আমাদের স্বপ্ন।” তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, “একদিন বইপ্রেমই হবে আমাদের সমাজের নতুন পরিচয়।”
এই অনুপ্রেরণামূলক আয়োজনকে সফল করতে সহযোগিতা করে স্বপ্নধারা, প্রবাসী রেস্তোরা, এবং জব কেয়ার কুষ্টিয়া। এসময় লাইব্রেরীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএম আকাশ, রেদুইন রহমান, এবং মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় পাঠপ্রেমীরা।
আয়োজন শেষে সবাই মিলে বই নিয়ে আলাপ, পাঠ স্মৃতি ভাগাভাগি এবং ভবিষ্যতের পাঠচর্চা পরিকল্পনা করেন।
Leave a Reply