স্টাফ রিপোর্টার : দল ক্ষমতায় গেলে এ অঞ্চলের উন্নয়ন ও মেধাবী বেকার ছাত্র ছাত্রীদেরে যেনো চাকুরীর ব্যবস্থা করে দিতে পারি সেই লক্ষে আমার জন্য দোয়া করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সভাপতি এস এম জিলানী আজ রবিবার দুপুরে কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী বাস স্ট্যান্ডে এক নির্বাচনী পথ সভায় নেতাকর্মী ও জন সাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন- বিরোধী রাজনীতি করার কারনে বিগত সরকার আমাকে বারবার কারা বন্দি করে ইলেকট্রি শক দিয়ে নির্যাতন করেছে, তবুও নিতীভ্রষ্ট হইনি। এর আগে তিনি সকালে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া হইতে রওয়ানা হয়ে গোপালপুর ইসলামিয়া মাদ্রাসায় পৌছে মওলানা কবিরুল ইসলামের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেন। পরে একে একে কাঠিগ্রাম মোড়, হিরণ উচ্চ বিদ্যালয়, কুশলা মাদ্রাসা, রাধাগঞ্জ, বান্ধাবাড়ী, সাদুল্লাপুর সহ উপজেলার বিভিন্ন এলাকার পথসভায় বক্তব্যে, জন সাধারনের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট ও দোয়া চান। এ সময়, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, নজরুল ইসলাম মহিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার মিঠু, হিরন ইউনিয়ন বিএনপির সভাপতি নান্নু দাড়িয়া, কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফ সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শতশত সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply